নতুন বছরে ক্যাটরিনার নতুন রোমাঞ্চ

হে নতুন বছরের শুরুতে ক্যাটরিনাকে নতুন ভাবে দেঝা যাবে ফিটুর ছিনেমাতে । অভিষেক কাপুরের পরিচালনা ও প্রযোজনাই ছিনেমাটিতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এবং আদিত্ত রয় কাপুর । একজন চলচ্চিত্রকার হিসেবে আমি সবসময় নতুন এবং উঠতি প্রতিভা ও তাঁর মেধা ও ব্যক্তিত্বের সঙ্গে বিনিয়োগ করেছে, আদিত্য রয় কাপুর তাদের মধ্যেই একজন , বললেন পরিচালক অভিষেক কাপুর ।
স্টার কাস্ট**
ক্যাটরিনা কাইফের সংজ্ঞে পরিচালক অভিষেক কাপুর এর এটাই প্রথম ছিনেমা । সুশান্ত সিং রাজপুত এর ক্যাটরিনা কাইফ বিপরীত প্রধান ভূমিকায় অভিনয় করার কথা ছিল কিন্ত তার ‘পানি’ সিনেমার কাজ করাই এখন আদিত্য কাপুর চূড়ান্ত করা হয়েছে।

স্টোরি***
চার্লস ডিকেন্স এর ক্লাসিক গ্রেট প্রতাশ্যাসমূহ থেকে গৃহীত একটি রোমান্টিক দাছের গল্প হল ফিটুর । এতে বড়লোক বাবার হৃদয়হীন মেয়ে এস্তেল্লা এর প্রেম এ পরে এক অনাথ ছেলে পিপ । এতে ক্যাটরিনা কাইফ ‘এস্তেল্লা’ এবং আদিত্য কাপুর পিপ এর ভূমিকাই অভিনয় করেছেন ।
বিস্তারিত :-
পরিচালক: অভিষেক কাপুর
ভাষা : হিন্দি
ব্যানার :দেসনি ইউটিভি
মুক্তি : 12 February,2016
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon