ঐতিহাসিক প্রেম আর রোমান্স এর জন্যই যেন শাহরুখ-কাজল এর সৃষ্টি । আবারও একসাথে দেখা যাবে "শাহরুখ-কাজল" জুটিকে ।
যদিও খুব বেশি ছবিতে একসাথে অভিনয় করেননি শাহরুখ খান এবং কাজল , কিন্ত যে কইটি ছবিতে অভিনয় করেছেন সবগুলই মনে রাখার মত। সব কইটি ছবিই খুব জনপ্রিয়তা পেয়েছে। তাদের উল্লেখেক যোগ্য ছবিগুলর মধ্যে "দিল-ওয়ালা দুলহানিয়া লেজায়েঙ্গে " , "কুঁচ কুঁচ হোতা হায়" , "কাবি খুশি কাবি গাম" ইত্তাদি উল্লেখযোগ্য ।কুঁচ কুঁচ হোতা হায় ছবির সেই গান , রোমাঞ্চকর দৃশ্য গুলি দর্শক আজও ভুলতে পারেনি ।


পরবর্তী : ঐতিহাসিক প্রেম এ দীপিকা
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon