দিলওয়ালে তে " শাহরুখ-কাজল "

দিলওয়ালে তে " শাহরুখ-কাজল "

ঐতিহাসিক প্রেম আর রোমান্স এর জন্যই যেন শাহরুখ-কাজল এর সৃষ্টি । আবারও একসাথে দেখা যাবে "শাহরুখ-কাজল" জুটিকে ।

যদিও খুব বেশি ছবিতে একসাথে অভিনয় করেননি শাহরুখ খান এবং কাজল , কিন্ত যে কইটি ছবিতে অভিনয় করেছেন সবগুলই মনে রাখার মত। সব কইটি ছবিই খুব জনপ্রিয়তা পেয়েছে। তাদের উল্লেখেক যোগ্য ছবিগুলর মধ্যে "দিল-ওয়ালা দুলহানিয়া লেজায়েঙ্গে " , "কুঁচ কুঁচ হোতা হায়" , "কাবি খুশি কাবি গাম" ইত্তাদি উল্লেখযোগ্য ।
কুঁচ কুঁচ হোতা হায় ছবির সেই গান , রোমাঞ্চকর দৃশ্য গুলি দর্শক আজও ভুলতে পারেনি ।
সেই সব ছবির পর আবার নতুন করে জুটি বেধেছে শাহরুখ-কাজল । প্রেম কাহিনির উপর নির্মিত ছিনেমা দিলওয়ালে । ‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখ খান এবং কাজল ছাড়াও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, জনি লিভার, বোমান ইরানি, কবির বেদি এবং বিনোদ খান্না। বিশেষ করে ছিনেমটির ট্রেইলার মুক্তির পর খব আলোচিত হয়ে ওঠেছে ।


পরবর্তী : ঐতিহাসিক প্রেম এ দীপিকা
Previous
Next Post »