আবারও তামাশা চলচ্চিত্রে রনবির-দীপিকা**

আবারও তামাশা চলচ্চিত্রে রনবির-দীপিকা**



ইমতিয়াজ আলীর নির্দেশনা এবং সাজিদ নাদিয়াদয়ালার প্রযোজনায় আসন্ন বলিউড রোমান্টিক ফিল্ম "তামাশা" । এতে অভিনয় করেছেন প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন । ২৭ নভেম্বর,২০১৫ তারিখে ফ্লিমটি মুক্তির কথা রয়েছে ।

তামাশা চলচ্চিত্রের গল্প/প্লট :

তামাশা মূলত একটি প্রেমের গল্প । একজন ব্যক্তি যিনি গল্প বলে, প্রত্যাশিত সামাজিক নিয়মাবলী অনুযায়ী বাস করে তার নিজেকে হারায়। ফিল্ম এর প্রধান ফটোগ্রাফী জুলাই 2014 সালে কর্স, ফ্রান্স এ শুরু হয় । ফিল্ম এর প্রধান পরিচালক ইমতিয়াজ আলী বলেন যে, এটি অবশ্যই স্পেশাল কিছু হবে , এই গল্পতে অবশ্যই বিন্নতা আছে । চলচ্চিত্রটিতে রনবির কাপুর নিজেকে " হিরো "মনে করে এবং সবকিছুই তার আয়ত্তের মধ্যে ভাবতে থাকে । কিন্তু তিনি এতে খুশি নন । অবশেষে তার সঙ্গি হিসাবে সুন্দরি দিপিকাকে খজে বের করে।

স্টার কাস্ট :

বেদ সাহনি হিসেবে রণবীর কাপুর
তারা মহেশ্বরী হিসেবে দীপিকা পাড়ুকোন
তারার বাবা হিসেবে নিখিল ভগত
তারার ভাই হিসেবে ফারাজ
চা নির্বাহী হিসেবে পুনম সিং অভিনয় করেছে ।

বিবরণ :

নির্দেশনা : ইমতিয়াজ আলী
প্রযোজনা : সাজিদ নাদিয়াদয়ালা, ইমতিয়াজ আলী
লেখক : ইমতিয়াজ আলী
তারকা : রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন
সঙ্গীত : এ আর রহমান
সিনেমাটোগ্রাফি: রবি বর্মন
সম্পাদান : আরটি বাজাজ
প্রোডাকশন কোম্পানি: নাদিয়াদয়ালা নাতি বিনোদন, উইন্ডো আসন ফিল্মস 


পরবর্তী : প্রেম রাতান ধান পায়োর রেকড
Previous
Next Post »