ঐতিহাসিক প্রেম এ দীপিকা

ঐতিহাসিক প্রেম এ দীপিকা...


হে ঐতিহাসিক প্রেম কাহিনীর ছিনেমা "বাজিরাও মাস্তানি" নিয়ে নুতন ভাবে সামনে আসছে দীপিকা ।

"বাজিরাও মাস্তানি" নামটি শুনলেই যেন দর্শকের মনে আনন্দের জড় বয়ে যায় । সিনেমাটি যতই মুক্তির দিকে এগিয়ে আসছে ততই যেন দর্শকের আগ্রহ দিন দিন বারছে । ইদানীং ছিনেমার ট্রেইলার এবং গান মুক্তি পাওয়ার পর দীপিকা বক্তরা শুধু মুক্তির দিনটির অপেক্ষা করছে । ঐতিহাসিক প্রেমকাহিনি নিয়ে নির্মিত সঞ্জয় লীলা বনশালীর ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে দীপিকা পাডুকোণ অভিনয় করেছেন ‘মাস্তানি’ চরিত্রে। মাস্তানি এ কাহিনির এক যোদ্ধা রাজকুমারী । মারাঠা সেনাপতি বাজিরাও এবং যোদ্ধা রাজকুমারী মাস্তানির প্রেম কাহিনি নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের ‘বাজিরাও’ চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। এ ছাড়াও, এখানে বাজিরাও এর প্রথম স্ত্রী ‘কাশিবাঈ’ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

ছবির অন্যান্য চরিত্রে থাকছেন তানভি আজমি, মহেশ মাঞ্জারেকার, আদিত্য পাঞ্চোলি, বৈভব তাতওয়াদি প্রমুখ। চলতি বছরের ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা আছে বাজিরাও মাস্তানি।

পরবর্তী : আরও জাঁকজমক  "হাউসফুল ৩" 
Previous
Next Post »