সুলতানে একাই একশ সালমান!
সালমান খান আগেই জানিয়েছিলেন, ‘সুলতান’ ছবির জন্য বেশুমার খাটছেন তিনি। কঠোর নিয়মকানুন মেনে, কুস্তিগিরের প্রয়োজনীয় নানা কৌশল শিখে প্রস্তুত হচ্ছেন ‘সুলতান’-এর জন্য। ‘সুলতান’ হতে এ যেন তাঁর এক কঠিন ব্রত সাধনা। সম্প্রতি এই অভিনেতা জানিয়েছেন, ‘সুলতান’ ছবির কোনো অ্যাকশন দৃশ্যেই ‘বডি ডাবল’ ব্যবহার করবেন না তিনি। এ ছবিতে যত ধরনের দুর্ধর্ষ মারপিট আর ঝুঁকিপূর্ণ দৃশ্য আছে সব দৃশ্যে সালমান নিজেই অংশ নেবেন। এ প্রসঙ্গে সালমান বলেছেন, আমি ‘ডুপ্লিকেট’ ব্যবহার করব না। সব ‘অ্যাকশন’ (মারপিটের) দৃশ্যে আমার অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করব আমি। তিনি এও বলেন, এর প্রস্তুতির জন্য প্রশিক্ষণের সময় কঠিন পরিশ্রম করব।’ সালমান আরও বলেন, ‘আমাকে আরও শক্তিশালী আর বিশাল বপু হতে হবে।’এ ছবিতে সালমান খানকে দেখা যাবে ৪০ বছর বয়সী হরিয়ানার কুস্তিগির সুলতান আলী খানের ভূমিকায়। বেশ কিছুদিন প্রকাশিত এক ছবিতে এ অভিনেতার তীক্ষ্ণ চাহনি, ছোট করে ছাঁটা চুল, বাঁকানো গোঁফ— এসব দেখে তাঁকে আপাদমস্তক একজন কুস্তিগিরই মনে হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে সালমান খান জানিয়েছিলেন, ‘তিনি শুধু ওজন বাড়াচ্ছেন না। তাঁকে পেশি (মাসল) বানাতে হচ্ছে। তিনি বলেছিলেন, ‘এর জন্য কঠোর নিয়ম মানতে হয়। অনেক কঠিন পরিশ্রম করতে হয়। নির্মাতা আলী আব্বাস জাফরের ‘সুলতান’ ছবির নামভূমিকায় অভিনয় করবেন সালমান খান। সুলতানে তাঁকে কুস্তিগির হিসেবেই দেখতে পাবেন দর্শকেরা। ‘সুলতান’ চরিত্রটিকে ফুটিয়ে তুলতে সালমানকে কঠোর পরিশ্রম, কঠিন সব নিয়মকানুন মেনেই কুস্তিগির ‘সুলতান’ হওয়ার ব্রত পালন করতে হচ্ছে।
ছিনেমাটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর । ছিনেমাটি "Yash Raj Films" এর ব্যানারে ২০১৬ এর ঈদ এ মুক্তি পাওয়ার কথা আছে ।
পরবর্তী খবর : ডাবল রূপে হাজির হচ্ছে শাহরুখ খান
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon