উপস্থাপনাই শুভ-মিম

উপস্থাপনাই শুভ-মিম**********


আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে এবারই প্রথম অনুষ্ঠান উপস্থাপক হিসেবে দেখা যাবে। প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র নকশার আয়োজনে বিয়ে উৎসবের উপস্থাপনা করবেন তাঁরা। এর আগে শুভ ও মিম একসঙ্গে সিনেমা ও বিজ্ঞাপনচিত্রে জুটি হয়েছেন। ভক্ত ও দর্শকের সামনে নতুন পরিচয়ে আসার এই ব্যাপার নিয়ে দারুণ রোমাঞ্চিত তাঁরা দুজন।
এর আগে আরিফিন শুভ রেডিওতে কাজ করলেউ টিভি পর্দায় তেমন কোন অনুষ্ঠান এ উপস্থাপনা করেননি। চলচ্চিত্রে ব্যস্ত হয়ে ওঠার কারণে অনুষ্ঠান উপস্থাপনাকে পুরোপুরি বিদায় জানান তিনি। কিন্ত মিম এর জন্য এটাই প্রথম অভিজ্ঞতা। তিনি এর আগে কোন ধরনের উপস্থাপনার কাজ করেননি। সাপ্তাহিক ক্রোড়পত্র নকশায় দেশীয় পোশাকশিল্প নিয়ে নানা প্রতিবেদনও তুলে ধরা হয় । তাছাড়া দুই বছর ধরে আয়োজন করা হচ্ছে বিয়ে উৎসবের । পন্ডস-নকশা বিয়ে উৎসবের এই আয়োজন শুধু আমন্ত্রিত অতিথিরাই উপভোগ করতে পারবেন। এ ছাড়া খুব শিগগির চ্যানেল টোয়েন্টিফোরে ধারণকৃত এই অনুষ্ঠান প্রচার করা হবে।
Previous
Next Post »